বগুড়ার ‘নিউ মার্কেট’ অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।স্বাস্থ্যবিধি না মেনে চলায় বুধবার (১৩ মে) দুপুর ১২ টা থেকে এই শপিংমল বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।গত দেড় মাস ধরে নিউ মার্কেটসহ অন্যান্য শপিংমল টানা বন্ধ থাকার পর গত রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে এগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছিল।কিন্তু এই সিদ্ধান্তের পর থেকেই বগুড়ার নিউ মার্কেটে জনস্রোত নেমে যায়। স্বাস্থ্যবিধিকে দেখানো হয় বুড়ো আঙ্গুল। কাউকেই মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি। এমনকি বগুড়ায় শপিংমল খোলা ও সেগুলোতে জন-সাধারণের অবাধ চলাচল নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনাও শুরু হয়।এদিকে, বুধবার দুপুরে নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলেও নিউ মার্কেটে দুটি দোকান খোলা রাখায় তাদের ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন বগুড়ার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।এর আগে সকালে নিউ মার্কেট পরিদর্শন করেন তিনি।জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চলায় বগুড়া শহরের নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করা হয়েছে।