Logo
সংবাদ শিরোনাম :
ফাপোর আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে অনুষ্টিত। টুঙ্গিপাড়া গ্রাম থেকে বিশ্বমানবতার নেত্রী ছাত্রদলে মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল নওগাঁয় ভুট্টাক্ষেত থেকে শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার গাজীপুরে গোডাউনে মিলল টিসিবি পণ্য চীনে ১৩৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত বগুড়ায় পিকনিকে হামলা করে যুবককে কুপিয়ে হত্যা একশত টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১০৬তম ‘ড্র’ অনুষ্ঠিত !! বগুড়া শহরে প্রথম চার তারকা হোটেল নাজ গার্ডেন বিক্রি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেত্রী মাহবুবা নাসরিন রুপাকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার




বগুড়ায় ‘নিউ মার্কেট’ বন্ধ, দুই দোকানে জরিমানা

স্টাফ রিপোর্টার:
আপডেট করা হয়েছে : বুধবার, ১৩ মে, ২০২০

বগুড়ার ‘নিউ মার্কেট’ অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।স্বাস্থ্যবিধি না মেনে চলায় বুধবার (১৩ মে) দুপুর ১২ টা থেকে এই শপিংমল বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।গত দেড় মাস ধরে নিউ মার্কেটসহ অন্যান্য শপিংমল টানা বন্ধ থাকার পর গত রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে এগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছিল।কিন্তু এই সিদ্ধান্তের পর থেকেই বগুড়ার নিউ মার্কেটে জনস্রোত নেমে যায়। স্বাস্থ্যবিধিকে দেখানো হয় বুড়ো আঙ্গুল। কাউকেই মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি। এমনকি বগুড়ায় শপিংমল খোলা ও সেগুলোতে জন-সাধারণের অবাধ চলাচল নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনাও শুরু হয়।এদিকে, বুধবার দুপুরে নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলেও নিউ মার্কেটে দুটি দোকান খোলা রাখায় তাদের ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন বগুড়ার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।এর আগে সকালে নিউ মার্কেট পরিদর্শন করেন তিনি।জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চলায় বগুড়া শহরের নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করা হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com