বগুড়ায় আবরও নতুন করে একজন ডাক্তার, পুলিশের ২এসআই সহ ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা সিভিল সার্জন অফিস।
এনিয়ে বগুড়ায় গত কয়েক দিনে মোট ৯জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হলেন।
বগুড়ার ডিপুটি সিভিল সার্জন ডাঃ মুহাঃ মোস্তাফিজার রহমান তুহীন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলের পিসিআর ল্যাবের সর্ব মোট ১৮৮জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্য বগুড়ার মোট-৯৬ জন, জয়পুরহাটের -৮৯জন,সিরাজগঞ্জ-১ জন,গাইবান্ধা-১জন এবং নওগাঁর -১জন।
বগুড়ার ৮৯ জনের মধ্য ৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া যায়। এদের মধ্য বগুড়ার সরকারী হাসপাতালের একজন দায়িত্বশীল ডাক্তার কর্মকর্তা রয়েছেন। এছাড়াও পুলিশের ২জন এসআই,২জন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।
সূত্রে আরো উল্লেখ করা হয়, কোভিড-১৯ এ আক্রান্ত এজন ডাক্তার ,পুলিশের ২জন এসআই বগুড়ায় কর্মরত । এছাড়া ২ ব্যাংক কর্মকর্তা ঢাকা নারায়নগঞ্জ থেকে বগুড়ায় এসেছিলেন।