বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের সাবেক তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ালীগের সাবেক সভাপতি ও নান্দুড়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক গোলাম ছারোয়ার মান্না (৬২) গত বুধবার রাতে ইন্তেকাল করিয়াছছেন। (ইন্না……. রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। অদ্যই বৃহস্পতিবার সকাল ১১টায় তার নিজ বাসভবন আটমূল ইউনিয়নের আতাহার গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য তৌহিদুর রহমান মানিক,শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজু, জেলা পরিষদ সদস্য ও পিরব ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, আটমূল ইউপি চেয়রাম্যান মোজাফ্ফর হোসেন, আটমূল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এদিকে সদা হাস্যজ্বল সাবেক তিন বারের জনপ্রিয় চেয়ারম্যান গোলাম সারোয়ার মান্না’র অকাল মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।