Logo




বগুড়া মালগ্রাম  মধ্যপাড়ার সুরুজ নামের এক যুবক খুন।

অলি উল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

করোনা মহামারী এমন অবস্থায় যেনো খুন নামের জঘন্যতম কাজ কমতেছে না।বগুড়া শহরে সুরুজ মিয়া (২৬) নামে এক কসাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার বিকালে শহরের মালগ্রাম চাপড়পাড়ায় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। রাত আড়াইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়,  মালগ্রামে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মালগ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত বুধবার কয়েক দফায় এলাকায় মারামারির ঘটনা ঘটে।  তারই ধারাবাহিকতায়  সুরুজ এলাকার মানিক নামে এক যুবকের পক্ষ নিয়ে  একই এলাকার উজ্জল নামে এক ব্যক্তিকে মারধর করে। এ ঘটনার জের ধরে উজ্জল নামের ওই যুবক তার সঙ্গী আকাশকে নিয়ে সুরুজকে এলাকায় একা পেয়ে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে সুরুজকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরুজ ভোর তিনটায় মারা যায়।বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  রেজাউল করিম বলেন, ঘটনাটির পর থেকেই আমরা ঘটনায় জড়িতদের  গ্রেপ্তারের জন্য বিভিন্ন অভিযান পরিচালনা করতেছি। পাশাপাশি নিহত সুরুজের লাশটিকে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com