বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বগুড়ার শাজাহানপুরে ইফতার সামগ্রী বিতরণ করেন সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।তিনি বগুড়া-৭( জাহানপুর-গাবতলি) আসনের সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুর ছেলে। বুধবার দুপুরে উপজেলার খরনা উমরদিঘি বাজার এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন, আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জল, সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রঞ্জু, সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক স্বপন,বিএনপি নেতা মামুনুর রশীদ, আমিনুল ইসলাম, কাজি মতিন বাসেদ, আমিনুল ইসলাম সরকার, যুবদল নেতা নজরুল ইসলাম, রায়হান, স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুল মমিন আবু, রনি, ছাত্রদল নেতা রকি প্রমুখ।