শনিবার বগুড়ায় ১৪ জনের করোনা শনাক্ত আক্রান্ত হয়েছে। আক্রান্তের মধ্যে ১২ জনই পুলিশ সদস্য। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ৭৫ জনে।এদের মধ্যে ১১ জন সুস্থ হওয়ায় এখন চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন।জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তের ১২ জনই পুলিশ সদস্য। তারা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে রয়েছেন। বাকি দুই জন সদর উপজেলার বলে জানান ডা. মোস্তাফিজুর।তিনি আরও জানান, দুই জনের একজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নতুন যোগদানকৃত নার্স। তার বাড়ি সদর উপজেলার নুনগোলা। তিনি ঢাকা থেকে গত ৭ মে ফিরেছেন। অপরজন, সদর উপজেলার গোকুল এলাকার এক ব্যক্তি। পেশায় ড্রাইভার। গত ১৩ মে তিনি ঢাকা থেকে বগুড়ায় ফিরেছেন। আর শনিবার শজিমেকের পিসিআর ল্যাবে ১৮৮ জনের ফলাফল জানানো হয় বলে জানিয়েছেন এই ডেপুটি সিভিল সার্জন।এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, বগুড়ায় শুক্রবারে (১৫ মে) দুই জন নার্স আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা বেড়ে হয়েছিল ৬১ জন