শনিবার বিকাল ৫টায় বগুড়া শিবগঞ্জের রায়নগর ইউনিয়নে কাজিপুর গ্রামে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সামছুল ও কুদ্দুস এর উদ্যােগে শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম (বি.এ) নিজস্ব তহবিল থেকে সামাজিক দূরত্ব’ বজায় রেখে প্রায় শতাধিক কর্মহীন গরীব অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল, তেল, মিষ্টি কুমড়া, কালাই ইত্যাদি বিতরণ করা হয়। বিতারণ কার্যক্রমে উদ্বোধন করেন রায়নগর ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক কামাল পাশা।এসময় তিনি বলেন এই মহামারীতে কেউ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হবেন না। আজকে শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সংগঠনিক সম্পাদক তাজুল ভাইয়ের ব্যক্তি উদ্যােগে ত্রাণ বিতরণ করছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মী সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন রায়নগর ইউনিয়নে ২নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক আপেল মাহমুদ, যুবলীগ নেতা, সাইফুল ইসলাম, বেলাল, ইমরান, আসিক, জিল্লা সহ প্রমখ।