Logo




করোনা মহামারীতে বগুড়া সদরের বাঘোপাড়ায় বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীকে অর্থ সহায়তা করলেন এমপি জিএম সিরাজ..

এস আই সুমনঃ স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে : রবিবার, ১৭ মে, ২০২০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে করোনা মহামারী তে কষ্টে থাকা এবং কর্মহীন হয়ে পড়া নেতাকর্মী ও বগুড়া সদর উপজেলাবাসিকে আর্থিক সাহায্য দানের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ হলরুমে নিকট অতীত ও চলমান আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করতে যেয়ে মিথ্যা ও রাজনৈতিক মামলায় কারা ভোগের শিকার বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা করলেন বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক বগুড়া ০৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
তাহার পক্ষ থেকে ১১৪ জন প্রত্যেক নির্যাতিত নেতাকর্মীকে ১ হাজার টাকার একটি করে খাম তুলে দিলেন বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বগুড়া বার এর সাবেক সাধারণ সম্পাদক সাবেক পিপি এডভোকেট এ কে এম সাইফুল ইসলাম ও বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল।
বগুড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ আলহাজ্ব সোলাইমান আলীর সভাপতিত্বে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। আরো বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম রাসেল মামুন, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, বগুড়া জেলা যুবদলের আহ্ববায়ক খাদেমুল ইসলাম খাদেম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহ্ববায়ক সরকার মুকুল, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, বগুড়া সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আকতার, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোকুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্ববায়ক ইউপি সদস্য আইয়ুব খান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,বগুড়া সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অতুল চন্দ্র দাস,শাখারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামছুল আলম মন্ডল, যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হাসান জাহিদ হেলাল, শেখেরকোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা রশিদ, নুনগোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দল মান্নান পান্না, লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল বাসেত, এরুলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন টুকু, নামুজা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান তালুকদার মুঞ্জু, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন মানিক, রাজাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ফাপোর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্ববায়ক এ্যাডঃ কামাল হোসেন,বিএনপি নেতা রেজাউল করিম টুলু, আল আমিন পেস্তা,এবিএম মিলন,শফিকুল ইসলাম সফিক,আতাউর রহমান আতা,শফিকুল ইসলাম জুয়েল,রুবেল হোসেন,ছাত্রদল নেতা সন্ধান সরকার,রাফি বীন আহাদ,এনামুল হক নাসিম,আহম্মেদ শাকিল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে চলমান গনতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করতে যেয়ে যারা কারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দেখভাল করার দায়ীত্ব স্বয়ং দেশনায়ক তারেক রহমান নিজেই গ্রহণ করেছেন। অতএব ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের ভবিষ্যতে আরো সহায়তা করা হবে এবং বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে মুল্যায়িত করা হবে, করোনা মহামারী তে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com