বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১১ জন সুস্থ হওয়ায় এখন চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন।রোববার (১৭ মে) রাত ৯ টার দিকে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার জেলায় ১৮৫টি নমুনা পরীক্ষার ফলাফল দেয়া হয়। এর মধ্যে তিন জনের করোনা পজিটিভ এসেছে।
ডেপুটি সিভিল সার্জন আক্রান্তদের বিষয়ে জানান, তিনজনের একজনের বাড়ি শহরের কলোনী এলাকায়। তিনি পেশায় হামদর্দের একজন হাকিম। অপরজন বাড়ি সোনাতলা উপজেলার জোড়গাছা এলাকার এক যুবক। তিনি নারায়নগঞ্জের একটি গার্মেন্টেসে কাজ করতেন। তৃতীয় ব্যক্তি কাহালু উপজেলার নারহট্ট গ্রামের। তবে এই ব্যক্তির আক্রান্তের ইতিহাস এখনও জানা যায়নি বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, শনিবার (১৬ মে) বগুড়ায় ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে ১২ জনই পুলিশের সদস্য ছিলেন।