করোনা ভাইরাস মোকাবেলায় গাইবান্ধা জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরনের লক্ষে, আজ ১৮ মে ২০২০ বিকাল ৪ টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জরুরী সেবা ব্যতিত জেলার সকল বানিজ্যিক মার্কেটসহ কাপড়ের দোকান, তৈরি পোশাকের দোকান, কসমেটিকস ও জুতার দোকানসহ সকল ধরণের দোকানপাট অনির্দিষ্টিকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি । সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা করোনার প্রতিরোধ কমিটির সভায় কমিটির সভাপতি জেলা প্রশাসক আবদুল মতিন এই ঘোষনা দেন।এতে বলা হয়, ঔষুধ, কাচাবাজারসহ জরুরী সেবামূলক প্রতিষ্ঠান এই আওতার বাইরে থাকবে। এর আগে গত ১০মে থেকে ঈদ উপলক্ষে বিভিন্ন বিপণী কেন্দ্র ও দোকানপাট খোলার নির্দেশনা দেয়া হয়। কিন্তু ক্রেতা-বিক্রেতারা সামাজিক দুরত্ব ও স্বাস্থবিধী নামানায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।