রবিবার সন্ধ্যায় বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বেহুলা বাসর ঘর মেড় বন্দরে সরকারী ভাবে টি,সি,বি,র মালামাল ন্যাযমূল্যে বিতরন করা হয়।মালামাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ডিলার ও হাসিব ট্রের্ডাসের প্রোঃ একেএম কাউছার আলী খোকন।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য বান্ধব সমিতির সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ লিংকন,আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল,আব্দুল কুদ্দুস,রুবেল মিয়া প্রমুখ।প্যাকেজে ২ কেজি চিনি,৫লিটার সোয়াবিন তেল,১কেজি মশুর ডাল,২কেজি পিয়াজ যাহার মূল্য ছিলো ৬০০ শত টাকা।বাজার মূল্য থেকে স্রাইয়ী হওয়ায় ক্রেতাদের ভীর লক্ষ্য করা যায়।