বগুড়া পাদুকা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মহীন পাদুকা শ্রমিকদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা, নগদ অর্থ সহায়তা, এবং সারাবছর আর্মী রেটে রেশনের দাবিতে সাতমাথায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পাদুকা শ্রমিক ইউনিয়ন বগুড়া জেলা সভাপতি সুরেশ চন্দ্র দাস মনো। উপস্থিত ছিলেন পাদুকা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, উপদেষ্টা সাইফুজ্জামান টুটুল, পাদুকা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শ্রী গনেশ দাস, ক্যাসিয়ার শিব সংকর শিবু, শ্রী দুলাল দাস প্রমুখ।সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনার বিস্তার রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে । সাধারণ ছুটির পর থেকে বগুড়ার পাদুকা শ্রমিকগণ কাজ হারিয়ে মানবেতর জীবন-যাপন করছে। কর্মহীন হয়ে পড়ায় তারা খাদ্য অনিশ্চয়তায় পড়েছেন। একদিকে কারখানাগুলো বন্ধ অন্যদিকে যারা বিভিন্ন মোড়ে, কর্নারে বসে জুতা সেলাই করতেন তারা কাজ করতে পারছেন না। তাদের হাত চললে পেট চলে। সেখানে প্রায় তিন মাস কাজ না থাকা মানে ক্রমাগত পরিবার নিয়ে মৃত্যুর দিকে অগ্রসর হওয়ার পরিস্থিতি দাঁড়িয়েছে। এই শ্রমিকগণ কোন প্রকার ত্রাণ সহায়তা পায়নি। এখন এই সমস্ত শ্রমিকদের ত্রাণ সহ নগদ অর্থ সহায়তা জরুরী হয়ে পড়েছে। নেতৃবৃন্দ সমাবেশ থেকে অবিলম্বে এই শ্রমিকদের ত্রাণ ও নগদ অর্থ সহায়তার দাবি জানান। সেই সাথে নেতৃবৃন্দ বলেন এই শ্রমিকগণ সারাবছর যে কাজ করেন, যেহেতু ন্যায্য মজুরী পান না তাই সারা বছর তাদের জন্য আর্মি রেটে রেশনের দাবি জানান।