বগুড়ায় তিন পুলিশ, চিকিৎসকসহ ১০ জন ব্যক্তি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে বগুড়ায় মোট ৮৮ জন আক্রান্ত হলেন।এর মধ্যে ১১ জন সুস্থ হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন।সোমবার (১৮মে) রাত ৯ টার দিকে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্ততাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।তিনি আরো জানান, সোমবার বগুড়ার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের শনাক্ত হয়।জেলা সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা যায়, সোমবার আক্রান্ত ১০ জনের মধ্যে তিন জন পুলিশ কনস্টেবল। তাদের মধ্যে একজন কাহালু থানার কনস্টেবল। একজন মেডিকেল ফাঁড়ির কনস্টেবল। অপরজন বগুড়া জেলা কারাগারের একজন কারারক্ষী। তিন পুলিশ সদস্যই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে জানান চিকিৎসকরা।সোমবার আক্রান্তের মধ্যে একজন রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার পদে কর্মরত।এছাড়া, শিবগঞ্জ উপজেলার বিহারের একজন ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা ফেরত। সারিয়াকান্দি উপজেলার নারচি গ্রামের একজন। তিনি গাজিপুরের টংগীতে পপুলারে চাকরি করেন। গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি এলাকার এক নারী রয়েছেন। তিনি ঢাকা ফেরত।সদর উপজেলার দুজন আক্রান্ত হয়েছেন। যাদের একজনের পুরোপুরি তথ্য পাওয়া যায়নি এখনো। অপর জন ঢাকা থেকে এসেছেন। তিনি ইউনিলিভারে কাজ করেন।