বগুড়ায় দিন দিন বেড়েই চলেছে করোনা রুগী শনাক্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রুগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে।
এদের মধ্যে ১৪ জন সুস্থ্য হয়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ৯৮ জন।
বুধবার( ২০ মে) রাত ৯ টার দিকে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
‘ করোনা আক্রান্তদের মধ্যে শেরপুর উপজেলার ৩ জন, গাবতলীর ৪ জন, সদরের ৯ জন রয়েছেন। এছাড়াও শনাক্ত আরও একজনের পুরো তথ্য এখনও পাওয়া যায়নি।
বুধবার মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৭ জনের করোনা পজিটিভ এসেছে।’ এসব জানিয়েছেন ডা. মোস্তাফিজুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,
শেরপুরের ৩ জনের মধ্যে একজন শেরপুর থানা পুলিশের কনস্টেবল। তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। অপর দুই জন উপজেলার কসাইপাড়া গ্রামের একজন এবং খামারকান্দি গ্রামের একজন। তারা ঢাকা ফেরত।
গাবতলী উপজেলার ৪ জনের মধ্যে রয়েছে এক দম্পতি। এখানকার অপর দুইজনসহ সবাই ঢাকা ফেরত।
সদর উপজেলার ৯ জনের মধ্যে ৬ জন জেলা কারাগারের সদস্য। তারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। অপর তিনজন ঢাকা ফেরত।
এদিকে, জেলার মহাস্থানগড় এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা ব্যক্তির করোনা পজেটিভ এসেছে। তিনি বগুড়ার করোনা ইউনিটে (মোহাম্মদ আলী হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।