Logo




দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে এক নারীর থানায় অভিযোগ ও সাংবাদিক সম্মেলন…

এস আই সুমনঃ স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

বগুড়ার শিবগঞ্জের দেউলীতে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে এক নারী থানায় অভিযোগ ও সাংবাদিক সম্মেলন করেছে।জানা গেছে,গতকাল বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আবু হেলাল এর স্ত্রী মোছাঃ মুর্শিদা বেগম(৪৫) সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে বলেন,তার স্বামী ও তিনি পেশায় নার্সারীর ব্যবসার সাথে জড়িত টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় গত ২ বছর পূর্বে একই এলাকার ফজলুর রহমানের ছেলে ওবাইদুর রহমান মেম্বার(৪০) ও তার ভাই ফুল মিয়া(৩৬) এর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা লাভের উপর নিয়েছিলাম এবং টাকা নেওয়ার সময় তাদেরকে আমরা সোনালী ব্যাংক ফাঁসিতলা শাখার নিজ নামীয় যাহার হিসাব নং ৯০৬৫/৪০ ফাঁকা চেক প্রদান করি,টাকা নেওয়ার সময় তাদেরকে কথা দিয়েছিলাম আট মাসের মধ্য লাভ সহ সমুদয় টাকা পরিশোধ করে দিবো,আমি তাদের কথা মত ৮ মাসের মধ্যেই আমরা লাভ সহ ৯লক্ষ টাকা পরিশোধ করে দেয় এসময় তাদের কাছ থেকে আমাদের ফাঁকা চেক ফেরৎ চাইলে তারা চেক ফেরৎ না দিয়ে এক সপ্তাহ পর ফেরৎ দিবে বলে জানান। কিন্ত বিবাদীগন চেক ফেরৎ না দিয়ে উল্টো আমাদের নিকট আরো টাকা দাবী করে বিভিন্ন ভাবে ভয়ভীতি হুমকি প্রদান করে আসিতেছে,বিবাদীদের উক্ত আচরনের কারনে বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের জন্য এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতাূ সমাধানের চেস্টা করা হলে বিবাদীগন কিছুদিন চুপচাপ থাকার পর গত ১৫/৫/২০২০ ইং বেলা ১১ টায় তাদের বাড়িতে এসে আরো ৩৭ লক্ষ টাকা দাবী করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে বলে টাকা না দিলে প্রান নাশের হুমকি প্রদান করে চলে যায়,আমরা নিরুপায় হয়ে তাদের ভয়ে নিজ বাড়ি ছেড়ে পরিবারের সদস্যদের নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছি। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া আছে।
মুর্শিদা বেগম সাংবাদিক সম্মেলনে তাদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠ ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আকুল আবেদন জানান।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com