গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন ঘোড়াবান্ধা গ্রামে করোনা ভাইরাসে ঘরবন্দি মানুষের মাঝে রাইট টু লাইফ ফাউন্ডেশননের উদ্দ্যোগে কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।সামাজিক দুরত্ব বজায় রেখে আজ সকালে রাইট টু লাইফ ফাউন্ডেশনের নিজ অর্থায়নে এলাকার ১৫০ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী গুলোর মাঝে ছিল সেমাই, চিনি, লবণ, ডাল, সাবান মাক্স সহ করোনা ভাইরাস সচেতনতা লিফলেট। ত্রাণ পেয়ে় এলাকার ওই দরিদ্র মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।ঈদের আগে এসব খাদ্য সামগ্রী পেয়ে সবাই খুশি, রাইট টু লাইফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খান মো: রোস্তম আলী আরো বলেন, আগামীতে ও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।