গাইবান্ধা জেলা প্রশাসক গত ১৮ মে মার্কেটগুলো বন্ধের প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু হঠাৎ করে তিনদিন পর পূর্বের কোন ঘোষণা ছাড়াই ব্যবসায়ীরা ইচ্ছামত মার্কেট খুলেছে, জেলা প্রশাসনের কোন প্রকার প্রজ্ঞাপন ছাড়াই। সকাল থেকে শহরের ছোট-বড় সব ধরনের মার্কেট খোলার ফলে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
কোন প্রকার সামাজিক দুরত্ব বালাই নেই। নেই কোন স্বাস্থবিধির ব্যবস্থা। মার্কেটেই শুধু নয়, রাস্তাগুলোতে গাধাগাধি করে চলছে মানুষজন। ফলে বোঝার উপায় নেই করোনার মহামারি চলছে দেশে। এভাবে মার্কেটগুলো খোলা থাকলে চরম করোনা মহামারি ঝুঁকিতে পড়তে পারে এ জেলার মানুষ বলে অভিমত বিশেষজ্ঞদের।