বগুড়ায় একই পরিবারের চার জনসহ সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় ১১৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৫ জন সুস্থ হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন ১০৪ জন।
বৃহস্পতিবার (২১মে) রাত ৯ টার দিকে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মোস্তাফিজুর রহমান জানান, কাহালু উপজেলার নারহট্ট গ্রামের এক পরিবারের চার জন আক্রান্ত হয়েছেন। গত সোমবারে ওই গ্রামে করোনায় শনাক্ত হওয়া এক ব্যক্তির সংস্পর্শে এসে তারা আক্রান্ত হন। বাকি তিন জন বগুড়া শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে একজন কলোনি এলাকার এক গৃহিনী।অপরজন জলেশ্বরীতলার এক ব্যক্তি। তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। আরেকজন ঠনঠনিয়া হাড়িপাড়ার এক ব্যক্তি। তিনি বগুড়ায় মাছের আড়তে কাজ করেন।
এদিকে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ১৮৮ ফলাফলের বগুড়ার ১৮৭টি নমুনা ছিল। এর মধ্যে ৭ টি নমুনা পজিটিভ হয়েছে। জয়পুরহাটের একটি ফলাফলে একটিই পজিটিভ। আক্রান্তের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলায়।