Logo




বগুড়ায় নতুন করে ২৪ জন সনাক্ত।

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : শুক্রবার, ২২ মে, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়ায় নতুন করে আজ ২৪জন করোনায় শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদরের ৮জন, সারিয়াকান্দির ৬জন, দুপচাচিয়ার ৩জন, কাহালুর ২জন, আদমদিঘীর ২জন, নন্দীগ্রাম, শিবগঞ্জ ও গাবতলীতে একজন করে। এদের সবাই ঢাকা, নারায়গঞ্জ, গাজীপুর ফেরত।

আজ শুক্রবার রাত ৯টার দিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান,সদরের ৮জনের মধ্যে সদ্য প্রয়াত সাবেক এমপি পুতুলসহ পরিবারের ৪জন,  গোকুল ধাওয়াকোলার এক ব্যক্তি, মোহাম্মদ আলীতে ভর্তি আছে একজন, নূরানী মোড়ের একজন ও চকসূত্রাপুরের একজন।
সারিয়াকান্দির নারচির ৩জন, কর্ণিবাড়ির ৩জন।
দুপচাচিয়ার একজনের বাড়ি মন্ডলপাড়া।বাকি ২জনের এখনো হিস্ট্রি জানা যায়নি।
কাহালুর ২জন। এদের হিস্ট্রি এখনো জানা যায়নি শিবগঞ্জের কামতারা এলাকার এক ব্যক্তি।
আদমদিঘীর একজনের বাড়ি কুমারপাড়া। আরেকজনের হিস্ট্রি জানা যায়নি।
গাবতলীর ব্যক্তিটির মোবাইল বন্ধ। নন্দীগ্রাম সদরের এক ব্যক্তি।

এই নিয়ে মোট আক্রান্ত- ১৪৩জন। এদের মধ্যে সুস্থ ১৬ হওয়ায় এখন রইলো ১২৬জন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com