Logo




বগুড়ায় হাসপাতাল থেকে করোনা রোগী পালিয়েছে

ডেস্ক নিউজ
আপডেট করা হয়েছে : শুক্রবার, ২২ মে, ২০২০

বগুড়ায় আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতাল থেকে সিরাজুল ইসলাম(৩৬) নামে করোনায় আক্রান্ত এক রোগী পালিয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তির বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়। শুক্রবার সকাল ৯ টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায় বলে জানিয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল।
ডা. কাজল বলেন, শুক্রবার সকালে আইসোলেশন ইউনিটে মৃত্যু প্রায় এক ব্যক্তিকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। সেই ব্যস্ততার সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে গেছে। তিনি আরও বলেন, গত ১৮ মে বগুড়ায় মহাসড়কের পাশে বাসস্ট্যান্ডে অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায় এই ব্যক্তিকে উদ্ধার করা হয়। সেই দিন রাত থেকেই আইসোলেশন ইউনিটে তার চিকিৎসা চলতে থাকে। পরে তার নমুনা সংগ্রহ করে শজিমেকে পাঠানো হলে ২০ মে ফলাফলে তার করোনার পজিটিভ আসে।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, মোহাম্মদ আলী হাসপাতাল থেকে করোনার রোগী পালানোর ব্যাপারে জেনেছি। আমরাও তাকে খোঁজার চেষ্টা করছি। সেই সাথে তার এলাকার ওসিকে বিষয়টি অবগত করেছি।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com