বগুড়া থেকে সোহাগ মাহবুবঃ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার লক্ষে ৭ম ও ৮ম ধাপে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে কর্মহীন দুস্থ অসহায় ৫শতাধিক পরিবারের মাঝে চাল ও আলু বিতরণ করা হয়। শুক্রবার দুপুর ১২টায় বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম। এ সময় তিনি বলেন বৈশিক মহামারী করোনা ভাইরাসের কারনে সারাবিশ্ববই আজ স্থবির হয়ে পড়েছে। মানুষ আজ কর্মহীন হয়ে পড়ছে, সংকট মোকাবেলায় সাহসী ভূমিকাই একমাত্র পথ, সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলী (ট্যাগ অফিসার) এসএম মাহমুদুর রহমান, সচিব আজিজুল হক, ইউপি সদস্য জহুরুল ইসলাম, হাফিজুর রহমান হাপি, আজিজার রহমান, এমদাদুল হক, তাজুল ইসলাম রাসেল, মহিলা সদস্য শাহিনুর বেগম, সুলতানা হক, যুবলীগ নেতা তোজাম হোসেন রঞ্জু, প্রভাষক অপূর্ব ঘোষ, সদর উপজেলা ছাত্রলীগ নেতা নাফিউল ইসলাম রানা, পলাশ, মাহমুদুর রহমান সহ প্রমখ।
মন্তব্য