Logo




অভিমানে বগুড়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:
আপডেট করা হয়েছে : শনিবার, ২৩ মে, ২০২০

বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহারে বাবা-মায়ের ওপর অভিমান করে সাদিয়া আফরিন প্রিয়া (২৪) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে সান্তাহারের তিয়রপাড়া গ্রামের বছির উদ্দিনের মেয়ে। সে বগুড়ার এক বেসরকারি কলেজ থেকে ডিপ্লোমা পাশ করেছে। শুক্রবার (২২ মে) দিবাগত মধ্যেরাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে বারান্দায় তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে বলে জানাগেছে। পুলিশ রাত দেড়টার দিকে তার লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই আবদুল ওয়াদুদ জানান, শুক্রবার বাড়িতে ইফতার বানাতে চেয়েছিল ওই ছাত্রী। কিন্তু সে ইফতারের খাদ্য-সামগ্রী বানাতে পারেনা। একারণে তার মা তাকে বানাতে দেয়নি। এ নিয়ে সে ক্ষিপ্ত হলে তার বাবা-মা তাকে শাষণ করে। এতে সে অভিমান করে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com