Logo




বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু’র নিজস্ব অর্থায়নে ৬৩তম ধাপে খাদ্য ও অর্থ সহায়তা…

এস আই সুমন, স্টাফ রিপোর্টারঃ
আপডেট করা হয়েছে : শনিবার, ২৩ মে, ২০২০

বগুড়ার শিবগঞ্জে অর্ধশতাধিক অসহায়, হতদরিদ্র, গরীব ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজুর নিজস্ব অর্থায়নে ৬৩তম ধাপে খাদ্য ও অর্থ সহায়তা বিতরন চলমান রেখেছেন। শনিবার সকালে তিনি উপজেলা পরিষদ চত্বরে ঈদ উপলক্ষে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরনকালে তিনি প্রত্যেক কে বলেন, করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই আমি নিজ উদ্যোগে শিবগঞ্জ উপজেলার নিজ এলাকায় ত্রাণ সামগ্রী, করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করে আসছি। সব জায়গাই আমরা শারীরীক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করছি। এ সময় দেশের এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি অসহায় ও দরিদ্রদের সহায়তার জন্য সমাজের বিত্তবান ও স্বচ্ছল মানুষের প্রতি তিনি আহ্বান জানান।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com