শনিবার সকাল ১১ টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার লক্ষে ৮ম ধাপে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০০ টি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে চাল ও আলু বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার আতাউর রহমান, ইউপি সদস্য আলী রেজা তোতন,নজমল হোসেন মজো, ইউপি সচিব আজমল হোসেন দুলাল,উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল প্রমূখ।