Logo




বগুড়ায় দুই চিকিৎসকসহ ৮ জনের করোনা শনাক্ত, মোট ১৭৯ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট করা হয়েছে : সোমবার, ২৫ মে, ২০২০

বগুড়ায় গত ২৪ ঘন্টায় দুই চিকিৎসকসহ আট জনের করোনা শনাক্ত হয়েছে।

চিকিৎসকদের মধ্যে একজন সদর উপজেলার উপশহর এলাকার। অপরজন নারী চিকিৎসকের বাড়ি নন্দীগ্রামে।

তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কর্মরত। বাকি শনাক্তরা জেলার বিভিন্ন উপজেলার।

সোমবার (২৫ মে) রাত ৯ টার দিকে জেলা
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব জানিয়েছেন।

তিনি আরো জানান, এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ১৭৯জন। এর মধ্যে ১৬ জন সুস্থ হওয়ায় এখ চিকিৎসাধীন রয়েছেন ১৬২ জন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বগুড়ায় আট জন করোনা শনাক্তের মধ্যে সদর উপজেলার ৪ জন।

এদের মধ্যে দুইজন নাটাইপাড়ার বাসিন্দা। একজন উপশহরের। তিনি পেশায় চিকিৎসক। বাকি একজন কৃষ্ণপুর এলাকার।
সোনাতলা দুইজন আক্রান্ত হয়েছেন। তাদের একজনের বাসা পাকুল্লায়। তিনি রংপুর ফেরত। অপরজন আগুনেতাইর এলাকার।

সারিয়াকান্দির একজন। কিন্তু তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নন্দীগ্রামের আক্রান্ত একজন নারী চিকিৎসক।
তিনি বগুড়া শজিমেক হাসপাতালে কর্মরত ছিলেন। এই নারী চিকিৎসক স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার শজিমেকের ৯৪ ফলাফলের মধ্যে বগুড়ার ৭৬টি। এর মধ্যেএই আট জন করোনা পজিটিভ। বাকি ১৮টি নমুনা জয়পুরহাটের। সেগুলো সব নেগেটিভ এসেছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com