বগুড়ার সোনাতলা উপজেলার পৌর এলাকা থেকে ১৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এই চালের উৎস জানা যায়নি।
সোমবার (২৫ মে) ভোর ৫ টার দিকে পৌরসভার বোচাপুকুর নামে এক গ্রাম থেকে এই চাল উদ্ধার করা হয়।
পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা-শিবগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) কুদরত-ই-খুদা শুভ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বোচাপুকুর এলাকা দিয়ে এই চালগুলো নিয়ে যাচ্ছিল তিন ভ্যানচালক।
ওই সময় সন্দেহ হলে স্থানীয়রা ভ্যানগুলোকে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভ্যান গুলো রেখে চালকরা পালিয়ে যান।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে চালসহ ভ্যান তিনটা জব্দ করে।
এএসপি কুদরত- ই-খুদা শুভ জানান, চালগুলো সোনাতলা থানায় আছে। পুলিশ এই চালের মালিক ও এর উৎস খুঁজছে। জানা গেলেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।