Logo




বগুড়ায় দুই নার্সসহ করোনায় আক্রান্ত ১১ জন

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে ১১জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে বেড়ে দাড়ালো ১৯০ জনে।

আজ মঙ্গলবার রাত ৯ টায় নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ৯৪ টি নমুনার পরীক্ষার ফলাফলে ১১ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬ জন, সোনাতলার ১ জন, শাহাজাহানপুরের ১ জন, কাহালুর ১ জন, ধুনটের ১ জন ও শিবগঞ্জের ১ জন।

সদরের ৬ জনের মধ্যে ঠনঠনিয়ার একজন ঢাকা ফেরত ব্যাক্তি, রহমাননগরের একজন স্থানীয় ভাবে আক্রান্ত, শহরের নাটাইপাড়ার একজন, মালগ্রাম দক্ষিণপাড়ার একজন, নিশিন্দারার একজন, তিনি পেশায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নার্স এবং পালশার একজন পলাতক ব্যক্তি করোনায় আক্রান্ত ।

সোনাতলার উপজেলার চরপাড়ার একজন তিনি ঢাকা ফেরত।

শিবগঞ্জ উপজেলার মোকামতলার একজন তিনিও ঢাকা ফেরত।

ধুনট উপজেলায় চিকাশীর একজন ব্যক্তি।

শাজাহানপুর শাকপালার একজন তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নার্স।

কাহালু উপজেলার পরীবকুলতলার একজন ব্যক্তি তিনি স্থানীয় ভাবেই আক্রান্ত।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com