বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে।বুধবার (২৭মে) সন্ধ্যার একটু আগে উপজেলার মথুরামপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামের স্থানীয় একটি হাট-বাজারে এ ঘটনা ঘটে।এতে নিহতরা হলেন, উপজেলার হিজুলী নামের একটি গ্রামের ফজর আলী (৪৪) ও হাফিজুর রহমান(৪৬)। তারা পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন।স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সন্ধ্যার আগে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতও শুরু হয়। এ সময় বজ্রপাতে ওই দুজন গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।