বগুড়ায় নতুন করে ৫০জন করোনায় শনাক্ত হয়েছেন। পুরুষ ৩৬জন ও মহিলা ১৪জন।
সবার বয়স ১বছর থেকে সর্বোচ্চ ৭৩ বছরের মধ্যে। এদের মধ্যে সদরের ৩৩জন, গাবতলীর ৮জন, শাজাহানপুরের ৫জন, সোনাতলার ২জন, কাহালু ও নন্দীগ্রামের একজন করে।
আজ ৩ শিফটে নমুনা পরীক্ষা হওয়ায় শজিমেক থেকে ২৮২ টা ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়ার ১৬৬ (৫০ পজিটিভ), জয়পুরহাটের ৪৮(১পজিটিভ), সিরাজগঞ্জের ৬৫(১ পজিটিভ) এবং গাইবান্ধার ৩(সব নেগেটিভ)। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত- ২৪০জন, সুস্থ-১৮জন, মৃত- ১জন, এখন আছে-২২১জন।
সুত্র: ডা. মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, বগুড়া।
মন্তব্য