মঙ্গলবার রাতে ঘূর্নিঝড়ে বগুড়া সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের মধু মাঝিড়ার গোলাবাড়ি গ্রামের জিন্নাত আলীর জিন্নাহ পুত্র ক্ষুদ্র পোল্ট্রি ব্যবসায়ী আপেল মাহমুদ টিটুর একমাত্র পোল্ট্রি ও ছোট একটি গরুর খামার দুমরে মুচরে গিয়ে ভেঙ্গে গেছে, এতে প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, আপেল মাহমুদ টিটু তার সাংসারিক ব্যয় নির্বাহের জন্য ৩ হাজার মুরগীর বাচ্চা প্রতি পালনের জন্য একটি খামার তৈরি করে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আসছিল। পাশাপাশি বাড়ীতে ছোট একটি গরুর খামারও গড়ে তুলেছিল। মঙ্গলবার রাতে ঘূূূনিঝড়ে তার সকল স্বপ্ন তছনছ হয়ে যায়। সরকারী সহযোগীতা না পেলে সে আর কোন দিন ব্যবসা করতে পারবে না বলে জানান।
এজন্য তিনি সদর উপজেলা ও জেলা প্রশাসন এবং জেলা পরিষদের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জরুরী সহযোগীতা কামনা করেছেন।
মন্তব্য