বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫ জন।তাদের মধ্যে পুরুষ ২৮ জন, নারী ৪ জন এবং শিশু ৩ জন। এদের অধিকাংশই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাস (কোভিট-১৯) শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৭৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৫৬ জন।বৃহস্পতিবার (২৮ মে) রাত আটটার দিকে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব জানিয়েছেন।জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনা শনাক্ত ৩৫ জনের মধ্যে সদর উপজেলার ১৮ জন রয়েছেন। ৪ জন করে রয়েছেন গাবতলি, শাজাহানপুর, ও আদমদীঘি উপজেলায়। এছাড়া কাহালু, শেরপুর, শিবগঞ্জ, দুপচাঁচিয়া ও ধুনট উপজেলায় একজন করে রয়েছেন।