Logo




শিবগঞ্জে কৃষকের বসতবাড়ীতে হামলা ও মারপিট আহত ৪, থানায় মামলা

গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টারঃ
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের বালা বত্রিশ গ্রামের নুরুল আলমের বসতবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে ৪, থানায় মামলা দায়ের করা হয়েছে।থানার মামলা সূত্রে জানা যায়, গত ১৯ মে সকাল ১১ঘটিকায় উপজেলার বালা বত্রিশ গ্রামের নুরুল আলমের বসতবাড়ীর জমি জবরদখল করার উদ্দেশ্যে একই গ্রামের আফজাল হোসেন সহ ১৬ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে একযোগে হামলা চালায়। হামলায় আসামীরা নুরুল আলমের বসতবাড়ীর দীর্ঘদিনের পুরাতন ইটের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। এতেও প্রতিপক্ষরা ক্ষান্ত না হয়ে বসতবাড়ীতে প্রবেশ করে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায় । এসময় স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় । এসময় সালেহা, আজাদ, আয়ুব গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এব্যাপারে নুরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন, আফজাল হোসেন সহ তার লোকজন অতর্কিত ভাবে হামলা চালিয়ে ১৫লক্ষ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করেছে। প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জের ধরে জায়গা জবরদখল এবং আমাকে ও আমার পরিবারের লোকজনকে হত্যার উদ্দেশ্যে এমন হামলা চালিয়েছে, আমি প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার আশা করছি। মামলার বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সার্পেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com