Logo




গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিবেশীকে বসতভিটা থেকে উচ্ছেদ চেষ্টা ও রাস্তা অবরুদ্ধের অভিযোগ

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
আপডেট করা হয়েছে : শুক্রবার, ২৯ মে, ২০২০

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর চন্ডিপুর পাঁচপীর বাজার গ্রামীন টাওয়ার এলাকায় বসতবাড়ির রাস্তা অবরুদ্ধ এবং অসহায় একটি পরিবারকে উচ্ছেদের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।জানাগেছে উত্তর চন্ডিপুর পাঁচপীর বাজার গ্রামীন টাওয়ার এলাকার হায়দার আলীর পুত্র আসাদুল (২৪) ও আমিনুল ইসলাম (৩৫), প্রতিবেশী মৃত. তনছের আলীর অসহায় তিন কন্যা কল্পনা সান্তনা ও সালমাকে তাদের পৈত্রিক বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টায় নানাভাবে হয়রানী ও নির্যাতন করে আসছে। শুধু তাই নয়, আসাদুল গংরা পরিকল্পিতভাবে আরেক প্রতিবেশীর বসতবাড়ীতে যাতায়াতের নিজস্ব রাস্তায় প্রতিবন্ধকতা এবং মেরামতে বাধাসহ অশ্লীল গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন প্রতিবেশী খালেদা আক্তার গিনি।
চলাচলের রাস্তা মেরামতে বাঁধা এবং গালিগালাজের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আসাদুল বলেন, আমরা জমির রায় পেয়েছি। অপরদিকে একাধিক গ্রামবাসী বলেন, মৃত. তনছের আলীর তিন কন্যাই এই জমির মুল মালিক। কিন্তু তাদের সংসারে কোনো পুরুষ না থাকায় আসাদুল গংরা ক্ষমতার প্রভাব খাটিয়ে অসহায় ঐ পরিবারটিকে তাদের বসতি থেকে উচ্ছেদের চেষ্টায় নানাবিধ নির্যাতন চালিয়ে আসছে। এ ব্যাপারে আসাদুল গংদের বিরুদ্ধে ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনের নিকট তদন্তপুর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com