Logo




বগুড়ায় ট্রাকবোঝাই চালসহ খাদ্য কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার:
আপডেট করা হয়েছে : শুক্রবার, ২৯ মে, ২০২০

বগুড়ার গাবতলি উপজেলায় ১৫ টন সরকারি চালসহ একটি ট্রাক উদ্ধার করেছে গাবতলি মডেল থানা পুলিশ। এঘটনায় উপজেলার সাবেকপাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও খাদ্য গুদামের নৈশ প্রহরী সাদেকুল ইসলাম এবং আমজাদ হোসেন নামের এক চালকল মালিককে আটক করা হয়।শুক্রবার (২৯ মে) সকাল ১০ টার দিকে কালোবাজারে চাল পাচার করার সময় সাবেকপাড়া সরকারি খাদ্য গুদামের সামনে থেকে ট্রাকসহ ( ঢাকা মেট্রো -ট১৩- ৭৫৩৪) ১৫ টন চাল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশ বলছে, খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলাম ও নৈশ প্রহরী সাদেকুল কে আটক করা হয়নি। দুর্নীতি দমন কমিশন (দুদক) কে তাদের বিষয়টি জানানো হয়েছে। আপাতত তারা এটি দেখবেন। তবে এই কর্মকর্তা ও নৈশ প্রহরী চাল কালোবাজারির সঙ্গে জড়িত।জনগণের রোষানল থেকে বাঁচানোর জন্য তাদের থানায় আনা হয়েছে।অপরদিকে, আটককৃত আমজাদ হোসেন ধুনট উপজেলার একটি চালকলের মালিক।ট্রাক বোঝাই চালগুলো গাবতলির সাবেকপাড়া সরকারি গুদাম থেকে ধুনট উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল।স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ট্রাক বোঝাই চাল উদ্ধার ও খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলামসহ তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।গাবতলি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, আমাদের কাছে খবর ছিল সরকারি খাদ্য গুদামের চাল কালোবাজারে বিক্রি হচ্ছে। পরে আমরা অভিযান চালিয়ে তা উদ্ধার করি।খাদ্য কর্মকর্তা ও নৈশ প্রহরীর বিষয়ে আমরা দূর্নীতি দমন কমিশনকে (দুদক) জানিয়েছি। চালকল মালিককে আটক করা হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com