বেসরকারি মেডিকেল কলেজ হিসাবে ঢাকা ও চট্টগ্রামের পর বগুড়াতে টি এম এস এস মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম করোনা ভাইরাস শনাক্ত জন্য পিসিআর ল্যাব এর কার্যক্রম চালু করা হয়েছে।এতে করে বগুড়া সহ আশেপাশের জেলা গুলোর জন্য করোনা ভাইরাস শনাক্ত করা জন্য আরো সহজ হয়ে গেল।আজ বিকাল ৪ ঘটিকার সময় টিএমএসএস মেডিকেল কলেজে পিসিআর ল্যাবের উদ্বোধন করেন জেলার সুযোগ্য জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ।
আরো উপস্থিত ছিলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া, জেলার সিভিল সার্জন ডাঃ গাউসুল আজিম চৌধুরী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম।উদ্বোধনী আলোচনায় জেলা প্রশাসক বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে এতদিন পিসিআর ল্যাবে করোনা সনাক্ত করা হয়েছে, টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবে করোনার পরীক্ষা সংখ্যা বাড়লে বগুড়া অঞ্চল সহ আশেপাশের অন্যান্য অঞ্চলের পরীক্ষার সংখ্যা বাড়বে এতে করে করোনা মোকাবেলা করা আরো সহজ হবে ।
বেসরকারি উন্নয়ন সংস্থা টি এম এস এস নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম তার বক্তব্যে বলেন, আগামী রোববার থেকে প্রতিদিন দুটি প্লেটে এই ল্যাব থেকে ১৮৮ টি করে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে। প্রতিটা নমুনা পরীক্ষার জন্য তিন হাজার পাঁচশত টাকা ফি জমা দিয়ে নমুনা পরীক্ষা করা যাবে।