Logo




প্রতিবেশীকে সর্বশান্ত করতে পুকুরে বিষ প্রয়োগ

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
আপডেট করা হয়েছে : শনিবার, ৩০ মে, ২০২০

প্রতিবেশীকে সর্বশান্ত করতে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষ্যাধিক টাকার মাছ মেরে ফেলেছে। এমনি ঘটনা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে ঘটেছে। শনিবার (৩০ মে) দুপুরে ওই গ্রামের কলিম উদ্দিনের পুকুরে মরা মাছগুলো ভাসতে দেখা গেছে। শুধু মাছই নয়, সেখানে ভেঙে ফেলোনো হয়েছে ঘরবাড়ি, কেটে ফেলানো হয়েছে গাছপালা।
স্থানীয় সুত্রে জানা যায়, শ্রীকলা গ্রামের মৃত তমছের আলীর ছেলে কলিম উদ্দিনের সঙ্গে প্রতিবেশী মৃত ভোলা মিয়ার ছেলে মিঠু ও আবু তালেব মিয়াগংদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহীকতায় বিভিন্ন সময়ে প্রতপক্ষরা কলিম উদ্দিনের পরিবার-পরিজনকে নানাভাবে হেনস্থা করে আসছিলেন। এর একপর্যায়ে ২৮ মে রাতে কলিম উদ্দিনের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষ্য টাকা মূল্যের মাছ মেরে ফেলানো হয়। এর কয়েকদিন আগেও, কলিম উদ্দিনের বসবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও ফলদ ও বনজ প্রজাতির বেশ কিছু গাছপালা কেটে সাবার করে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি সর্বশান্ত হয়ে পড়েছে বলে একাধিক সুত্রে জানা গেছে।
এসব তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত কলিম উদ্দিন বলেন, উল্লেখিত ঘটনায় সাদুল্লাপুর থানায় অভিযোগ করা হয়েছে। আর এই অভিযোগের পর থেকে মিঠু মিয়াগংদের অব্যাহত হুমকিতে পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতা ভুগছি।তবে এসব ঘটনা অস্বীকার করেছেন আবু তালেব মিয়া ও তার পরিবারের লোকজন। তারা বলেন, আমাদের ফাঁসাতে কলিম উদ্দিনরা মিথ্যা অভিযোগ করেছে।
জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বর মফিজল হক বলেন, কলিম উদ্দিনের পুকুরের মাছ মেরে ফেলানো ও গাছপালা কাটার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা করেছে এ বিষয়ে আমার জানা নেই।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com