Logo




বগুড়ার শেখেরকোলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্য!

এস আই সুমনঃ স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে : শনিবার, ৩০ মে, ২০২০

শনিবার সকালে বগুড়া সদরের শেখেরকোলায়, বজ্রপাতে এক কৃষকের মৃত্য হয়েছে।জানাগেছে, বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহার দক্ষিণপাড়া (বাহিরবাড়ি) গ্রামের মোঃ শফিকুল ইসলাম লবা শনিবার সকালে বৃষ্টির মধ্য নিজ জমিতে কাজ করতে যায়। জমিতে যাওয়ার পর শুরু হয় মুষুলধারে বৃষ্টি ও বজ্রপাত। এক পর্যায়ে বজ্রপাত পড়ে শফিকুলের শরীরের উপড়। বজ্রপাতের আঘাতে অজ্ঞান হয় সে।
সংবাদ পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া টিএম এসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে দেখে মৃত্য ঘোষনা করেন।অদ্যই বাদ এশা তার জানাজা ও দাফন কার্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্র জানান।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com