বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ রোগী ২৩ জন এবং নারী রোগী ৬ জন রয়েছেন।
শনিবার (৩০ মে) ১৫৬টি নমুনা পরীক্ষার মধ্যে বগুড়ার ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩২২ জনে।জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন এসব জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, জেলায় নতুন করে শনাক্তদের মধ্যে সদর উপজেলার ২০ জন, শাজাহানপুরে ২জন, ধুনটে ২ জন, শেরপুরে ৩ জন, আদমদিঘী ও দুপচাঁচিয়ার উপজেলার একজন করে রয়েছেন।