বগুড়ায় নতুন করে ৩৫জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ-২৬ জন, মহিলা-৮জন এবং শিশু একজন। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৩৯২জন।
আজ সোমবার রাতে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন
আক্রান্তদের মধ্যে সদরের ২০জন,সারিয়াকান্দির ৬জন, শাজাহানপুরের ৪জন, গাবতলী ২জন, কাহালু, নন্দীগ্রাম ও শেরপুরে একজন করে।
সদরের মধ্যে মালগ্রাম, জলেশ্বরীতলা, কলোনী, শিববাট্টি, সাবগ্রাম, মালতীনগর, নারুলী, সুত্রাপুর, আটাপাড়া, হাকিড় মোড়।
শজিমেকের ১৮৮ ও টিএমএসএস এর ২০ ফলাফলে বগুড়ায়(৩৫জন পজিটিভ)। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৩৯২, সুস্থ-২০, মৃত্যু-১, এখন আছে- ৩৭১।