মহান স্বাধীনতার ঘোষক,বিএনপির প্রতিষ্ঠাতা, গনতন্ত্রের প্রবক্তা।শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষেকেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতিআবু হাসান এর উদ্যোগে বগুড়া সদর উপজেলা ছাত্রদল নেতা রাফি বিন আহাদ (কেতন) এর নেতৃত্বে বৃক্ষরোপন করেন। গোকুল ইউনিয়নের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল এন্ড্র কলেজে,শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান হাফেজিয়া ক্বওমী মাদরাসায় এবং মহিষবাথান সরকারী স্বাস্থোসেবা কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও ঔষধী গাছ রোপন করা হয়।এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ছাত্রনেতা এনামুল হক নাসিম, রাকিবুল ইসলাম (পাপ্পু),,সাবেক ছাত্রনেতা রাশেদু্জ্জামান রকিব সহ বগুড়া সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতৃত্ববৃন্দ।