Logo




বগুড়ায় একদিনে ৫৭জনের করোনা শনাক্ত।

নিজস্ব প্রতিবেদক
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ২ জুন, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়ায় নতুন করে ৫৭জন করোনায় শনাক্ত। এদের সবাই পুরুষ। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হলেন ৪৪৯  জন।

আজ মঙ্গলবার রাত পোনে ৯টার দিকে ডেপুটি সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে সদরের ৩৫জন, শেরপুরের ৫জন, গাবতলীর ৩জন, শাজাহানপুর, সারিয়াকান্দি, আদমদিঘী ও ধুনটে একজন করে। সদরের মধ্যে সদর থানা, ফুলবাড়ি ফাঁড়ি, চেলোপাড়া ও নাটাইপাড়া। আর টিএমএসএস এর পরীক্ষায় ১০জন।

শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার ১৭৭ ও টিএমএসএস এর ১৯ ফলাফলে বগুড়ায় (৫৭জন পজিটিভ)। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৪৪৯, সুস্থ-৩৩, মৃত্যু-০১, চিকিৎসাধীন আছেন ৪১৫ জন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com