বগুড়ার গাবতলী উপজেলার কাগইল শাহাপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় পুকুড়ে ডুবে ২ শিশু মৃত্যু হয়েছে।গাবতলী থানার অফিসার ইনর্চাজ নুরুজ্জামান জানান, দুপুর দুটোর দিক থেকে শাহাপুর গ্রামের ফুলমিয়ার ছেলে সৌরভ (৬) এবং তার ভাই সোহেলের পুত্র কাউসার (৮) নিখোঁজ ছিল। অনেক খোজাখুজির পর সন্ধ্যার কিছু পরে বাড়ীর অদুরে পুকুরে তাদের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসি। রাত ৮ টায় থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে। মৃত দুই শিশু চাচাতো ও জ্যাঠাতো ভাই হয়।