বগুড়া শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে কৃষি সম্প্রসারণ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধির লক্ষে রায়নগর বন্দরে সালেহা বেগমের বাগানে উন্নত জাতের লেবুজাতীয় মালটা চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার দুপুরে রায়নগর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক রোহানুল হক রোহানের সভাপতিত্বে উৎপাদন বৃদ্ধি ও মাল্টা রোপন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চল কৃষি সম্প্রসারণ অতিরিক্ত পরিচালক জি এম এ গফুর।এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ নেতা ও বগুড়া অঞ্চল কৃষক প্রতিনিধি বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক প্রাপ্ত আজমল হোসেন, বগুড়া অঞ্চলের উপ পরিচালক আবুল কাসেম আজাদ, শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোজাহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, রায়নগর ইউনিয়ন দ্বায়িত্বপ্রাপ্ত সহকারী কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, মোজাম্মেল হক, এনামুল হক প্রমুখ।