Logo




অযু করে মসজিদে ঢোকার সময় দুর্বৃত্তরা কুপিয়ে খুন করল জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিষ্টারকে…

স্টাফ রিপোর্টার:
আপডেট করা হয়েছে : শুক্রবার, ৫ জুন, ২০২০

প্রতি শুক্রবারের মত আজকেও জুম্মার নামাজ আদায়ের জন্য অযু করে মসজিদে প্রবেশে করছিলেন বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ মিষ্টার।কিন্তু তার আর আজকের জুম্মার নামাজ আদায় করা হলোনা। মসজিদে ঢোকার মহুর্তেই পেছন থেকে আসা দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া শহরের উপকন্ঠে শাকপালা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে ঘটনাটি ঘটে।দিনে দুপুরে নৃশংস ঘটনাটি ঘটায় এলাকায় আতংকের সৃস্টি হয়।বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর দপ্তর সম্পাদক মশিউর রহমান জানান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ প্রাং মিষ্টার প্রতি শুক্রবার শাকপালা মোড়ের ওই মসজিদে বেলা ১১ টার দিকে অযু করে মসজিদে ঢুকে কুরআন তেলাওয়াত করে জুম্মার নামাজ আদায় করে বের হয়। আজকেও সে ওই জন্যই অযু করে মসজিদে ঢুকছিলেন। কিন্তু মসজিদে প্রবেশের পথে পিছন থেকে দুর্বৃত্তরা তাদে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।ছিলিমপুর ফাঁড়ীর ইনচার্জ এস আই আব্দুল আজিজ মন্ডল জানান, আহত অবস্থায় তাকে অপারেশন থিয়েটারে চিকিৎসা দেয়ার সময় মিষ্টার মারা যায়।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ আজিমুদ্দিন জানান, কে কেন হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে তদন্ত করে দ্রুত আসামীদের বিচারের আওতায় আনা হবে।মিষ্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন ও সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার রহমান শান্ত,ররেজাউল করিম রিয়াদ সহ জেলা শাখার নেতৃবৃন্দ। সেইসাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com