বগুড়ার শিবগঞ্জ উপজেলার চান্দাইর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।জানা যায়, শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চান্দইর গ্রামে অনুমান সন্ধা ৬টা ৩০মিনিটের সময় আপন দুই ভাইয়ের দুইজন শিশু সন্তান পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। তারা হলেন শরিফুলের শিশু সন্তান আবু সুফিয়ান(৫) আরিফুলের শিশু সন্তান আজিম(৩)।স্থানীয়ের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সন্ধার পূর্ব মহূর্ত্বে বৃষ্টিতে আম কুড়ানোর জন্য বের হলে পাশ্ববর্তী বাড়ির মল জমা করার খোলা কূপের মধ্যে পরে তাদের মৃত্য হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এই দুই অবুঝ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।