★ বগুড়ায় নতুন করে ১৬১জন করোনায় শনাক্ত। এর মধ্যে ১০২জনের উপজেলাভিত্তিক তথ্য পাওয়া যায়নি । তবে বাকি ৫৯জনের মধ্যে পুরুষ- ৪২, জন,মহিলা-১২ জন ও শিশু- ৫জন।
★ ৫৯জনের মধ্যে সদরের ৪৩জন, শাজাহানপুরের ৫জন, গাবতলীর-৫জন, শিবগঞ্জের ৪জন এবং নন্দীগ্রামের ২জন। বাকি ১০২জনের উপজেলাভিত্তিক তথ্য আমরা পেলে জানাবো।
★ এদের মধ্যে সদরের- চেলোপাড়া, জলেশ্বরীতলা, নাটাইপাড়া, কাটনারপাড়া, ঠনঠনিয়া, এবং সেউজগাড়ী।
★ ঢাকায় পাঠানো নমুনার ৫৫০ ফলাফলে(১০২জন পজিটিভ), শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার ( ৪১ জন পজিটিভ)ও টিএমএসএস এর ৩৫ ফলাফলে বগুড়ায়( ১৮জন পজিটিভ)।
★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৭৯০
সুস্থ-৫৩
মৃত্যু-০৭
এখন আছে- ৭৩০
মন্তব্য