বগুড়ার ধুনটে ইয়াবাসহ কামরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। সে মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মৃত হাশেম আলীর ছেলে।
রবিবার ( ৭ জুন) রাত ১টায় বগুড়ার স্পেশাল কোম্পানী র্যাব ১২ এর একটি দল উপজেলার ধেরুয়াহাটী এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ঘটনার দিন রাত ১ টার দিকে র্যাব-১২ এর একটি আভিযানিক দল ধুনট উপজেলার মথুরাপুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকার জিবনশাহ বিল্ডিং এর পূর্ব পাশে পায়ে হাটা এক কাচা সড়কের উপর কামরুল ইসলাম কে আটক করে।
এসময় তার কাছ থেকে ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব-১২। আটকের পর ওই মাদক ব্যাবসায়ীকে ধুনট থানায় হস্তান্তর করে র্যাব।
এ বিষয়ে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম,এম,এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা জানান, আটককৃত ওই ব্যাক্তি দির্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ একটি দল তাকে ইয়াবাসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় রবিবার আদালতে পাঠানো হয়েছে।