বগুড়ায় নতুন করে ৬০ জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ ৩৯জন, মহিলা ১৬ জন ও শিশু ৫জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখা দাড়লো ৬২৯ জনে।
আক্রান্তদের মধ্যে সদরের ৫০জন, কাহালুতে ৭জন, শেরপুরে ২জন ও শিবগঞ্জে ১জন। শজিমেকের ১৮৮ ফলাফলে মধ্যে ৪৬ জন পজিটিভ এবং টিএমএসএস এর ৪৬ ফলাফলে বগুড়ার ১৪জন পজিটিভ।
আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৬২৯ জন। সুস্থ-৫৩ মৃত্যু ৬ এবং চিকিৎসাধীন আছে ৫১৬ জন।