Logo




বগুড়ায় রাস্তায় লাশ পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি!

এস আই সুমনঃ স্টাফ রির্পোটারঃ
আপডেট করা হয়েছে : রবিবার, ৭ জুন, ২০২০

অবশেষে পুলিশই শেষ রক্ষা, সবাই দূর থেকে দেখেই গেছে, দীর্ঘক্ষন রাস্তায় লাশ পড়ে থাকলেও করোনা আতঙ্কে এগিয়ে আসেনি কেউ। অবশেষে পুলিশই শেষ রক্ষা।খবর পেয়ে বগুড়ায় রাস্তা থেকে আব্দুস সালামত (৫৫) নামের এক রিক্সা ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার সকাল ৮ টার দিকে বগুড়া শহরের কাঁঠালতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত সালামত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্বপাড়া গ্রামের মৃত পরী সোনার ছেলে। সে শহরের একটি আড়ৎ এ রিক্সা ভ্যান চালক হিসেবে কর্মরত ছিল।বগুড়া সদর থানার এস আই খোরশেদ আলম জানান, সালামত শহরের একটি আড়ৎ এ রিক্সা ভ্যান চালকের কাজ করত। দীর্ঘদিন থেকেই তার শারিরীক শ্বাসকষ্ট ছিল।শনিবার রাতে সালামতের শারিরীক অসুস্থ্যতা বাড়লেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। শহরের অনেক মানুষ তাকে অসুস্থ্য দেখলেও করোনার ভয়ে কেউ কাছে যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)এসএম বদিউজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, শুনেছি শনিবার রাত থেকেই অসুস্থ্য হয়ে শহরের কাঠালতলায় পড়ে ছিলো,অনেক মানুষ দুর থেকে দেখলেও কেউ কাছে যায়নি,এমনকি থানাতেও খবর দেননি,তিনি আক্ষেপ করে আরো জানান,আগে যদি বিষয়টি আমরা জানতে পারতাম তাহলে অসুস্থ্য সালামত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতাম,করোনার ভয়ে কেউ কাছে যায়নি পরে আমাদের সদর থানার একটি পুলিশ টিম উদ্ধার করে হাসপাতালে পাঠায়,তিনি বলেন,সালামতের পরিবারের লোকজন থানায় এসেছেন লাশের সুরুতহাল রির্পোট শেষে পরিবারকে হস্তান্তর করা হবে।
দুপুর আড়াই টায় এ রির্পোট লেখার সময় নিহত সালামত আলীর লাশ মহাস্থান গ্রামে নিয়ে আসলে এলাকায় হৃদয় বিদারক সৃষ্টি হয়।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com