বগুড়া সদর থানার সামনে ফুটপাত থেকে সালামত হোসেন (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সদর থানা পুলিশ ওই মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, সালামত হোসেন পেশায় রিকশা-ভ্যান চালক। বাড়ি শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায়।তিনি কয়েক দিন ধরে শ্বাসকষ্টের রোগে ভুগতেছিলেন। আজ সকালে থানা সামনে স্টাফ কোয়ার্টার সংলগ্ন মার্কেটের ফুুটপাত থেকে সালামতের মরদেহ উদ্বার করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।